
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর নবীন সংঘের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এ সংগঠনটির যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে উক্ত এলাকার কিছু ক্রীড়ামোদী ও সংস্কৃতি প্রেমী তরুণ সদস্যদের মাধ্যমে। আজ ২৫ ডিসেম্বর সকাল নয়টায় জাতীয় পতাকা, নবীন সংঘের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের সদস্যদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় একটি স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ অনুষঠানে বক্তব্য রাখেন সন্তোষপুর নবীন সংঘের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক, নবীন সংঘের প্রবীন ও নবীন সদস্যবৃন্দ।
মধ্যন্যভোজ ও নামাজের বিরতির পর অনুষঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বিভিন্ন খেলাধুলা যার মধ্যে প্রবীণ ও নবীনদের মধ্যে আয়োজিত ফুটবল ম্যাচ অন্যতম।
অনুষ্ঠানের শেষ পর্বে শুরু হয় পুরষ্কার বিতরণ ও লটারীর র্যাফেল ড্র।
খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নবীন সংঘের অবদান উক্ত এলাকা তথা গোমস্তাপুর উপজেলায় অপরিসীম। আজকের দ্রতগতির ডিজিটাল যুগে শারীরিক নড়াচড়া কমে আসছে, মানসিক চাপ বাড়ছে, আর সামাজিক বন্ধন ঢিলে হয়ে আসছে। মাদকের ভয়াল ছোবল সমাজকে গ্রাস করছে। ডিজিটাল ডিভাইসে তরুণদের আসক্তি বাড়ছে। এ প্রক্ষাপটে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সন্তোষপুর নবীন সংঘ বাঙ্গাবাড়ী ইউনিয়ন তথা গোমস্তাপুর উপজেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে।