মো আব্দুল্লাহ স্টাফ রির্পোটার
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মহিপুর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান বলেন, গোবরতলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অন্তত দশজন করে এমন মানুষ তৈরি করতে হবে, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবে। আমরা এই দেশে আল্লাহর আইন চাই, কারণ যদি তা প্রতিষ্ঠিত হয়, তাহলে গরিবের ‘গ’ খুঁজে পাওয়া যাবে না, ফিতরা বা যাকাত নেওয়ার মানুষও থাকবে না। মন্ত্রী বা এমপি বদলালে কিছুই হবে না, পরিবর্তন আনতে হলে আইনের পরিবর্তন আনতে হবে, ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে নুরুল ইসলাম বুলবুল এই আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশ নেবেন। আমরা সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং গোবরাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ আকবর আলী।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মোঃ দুরুল হোদা, কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ সাদিকুল ইসলাম, সদর উপজেলা যুব বিভাগের পরিচালক মোঃ গোলাম মাওলা। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মোঃ গোলাম জাকারিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগের পরিচালক মোঃ সালাহউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন নায়েবে আমীর, মো: নুরুল আমিন; ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শে সমাজ গঠনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।