
ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহ্যবাহী বড়দাদপুর খালেদ আলী মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘৫৫ বছর পূর্তি, পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বার) দিনব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাখেন- ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন স্মৃতি চারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এই বিদ্যালয়টি আমাদের এলাকার শিক্ষার আলোকবর্তিকা। আমার পরম শ্রদ্ধেয় দাদা এই স্কুলের প্রতিষ্ঠালগ্নে মোট জমির ৭৫ শতাংশ দান করেছিলেন। আমি আজ তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।” তিনি আরও গর্বের সাথে উল্লেখ করেন যে, এই বিদ্যালয় থেকেই তিনি প্রথম এসএসসি ব্যাচের ছাত্র হিসেবে শিক্ষা জীবন শেষ করেছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৯০ এর স্বৈরাচার পতনে অন্যতম আন্দোলনকারী ছাত্রনেতা, সাবেক ভিপি আহসানউল্লাহ হল (বুয়েট) এবং বর্তমানে সরকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ তাঁর বক্তব্যে বলেন, “এই বিদ্যালয়ের ধুলোবালি মেখেই আমি আজ ইঞ্জিনিয়ার হতে পেরেছি। এখানকার শিক্ষকদের শাসন আর ভালোবাসাই আমাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে।” তিনি বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে সাফল্য সুনিশ্চিত।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, এলাকার কৃতি অবসরপ্রাপ্ত জেলা জর্জ মোজাহার হোসেন বলেন, ৫৬ বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানটি হাজারো মেধা তৈরি করেছে। বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইনুল হক বলেন, এই স্কুলের ছাত্ররা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সাথে কাজ করে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, বড়দাদপুর খালেদ আলী মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে সরকারের উচ্চপদস্থ আমলা, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক ও সফল উদ্যোক্তা হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম, অবসরপ্রাপ্ত চিকিৎসক আব্দুস সুবহান, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মেবাহুল আলম।
পুনর্মিলনী অনুষ্ঠানে আসা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানটি গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। এই আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি শিকড়ের টানে ফিরে আসা এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত সন্ধ্যায় বিটিভির সংগীত শিল্পী মুনকির খান, ঐশী-সহ স্বনামধন্য শিল্পীরা স্টেজ কাঁপানো ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন।