
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
বছরের পর বছর ধরে সংস্কারহীন সড়কতার ওপর জমে থাকা মানুষের ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেওয়া এক ব্যতিক্রমী আন্দোলন। নওগাঁর বদলগাছীর ডাকবাংলো তিনমাথার মোড়ের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় স্থানীয়রা চার মাস আগে সড়কের ওপরই ধানের চারা রোপণ করেছিলেন। যত্নে বেড়ে ওঠা সেই ধানের ক্ষেতই সোমবার (২৪ নভেম্বর) বিকেলে পরিণত হলো এক অভিনব ‘পিঠা উৎসবে।
বর্ষায় কাদা-পানির দুর্ভোগ আর শুকনো মৌসুমে ধুলোর যন্ত্রণায় অতিষ্ঠ জনতা বহুবার দাবি জানালেও সড়ক সংস্কারের উদ্যোগ না আসায় এই অভিনব প্রতিবাদে নামে এলাকাবাসী। ধান রোপণের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ধানের রাস্তা নামে।
স্থানীয় কৃষক উজ্জ্বল হোসেন বলেন, “যে রাস্তায় গাড়ি চলতেই কষ্ট, সেখানে ধান জন্মালে অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়া উচিত যারা দেখেও দেখে না তাদের আচরণে।” ধান গাছে শীষ আসতেই স্থানীয়দের অভিমান রূপ নেয় উৎসবে। ঠিক হয় শুধু ধান কাটাই নয়, সেই ধানের চাল দিয়ে আয়োজন হবে পিঠা উৎসব, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।
সোমবার বিকেলে সড়কের দুই পাশে দাঁড়িয়ে ধান কাটা দেখতে জড়ো হয় কৌতূহলী শিশুসহ স্থানীয়রা। একদিকে পুরুষেরা ধান কাটছেন, অন্যদিকে চলছে হাসি-আড্ডা সড়কটি পরিণত হয় জনমতের এক বড় মঞ্চে।
ধান কাটার পরই শুরু হয় পিঠা তৈরির ধুম। ভাপা, পুলি, চিতই, দুধপুলি—নানা রকম পিঠায় মুখর হয়ে ওঠে উৎসবস্থল। হাঁড়ির ভাপ, জ্বালানির গন্ধ আর খই ভাঙার শব্দে চারপাশ যেন উৎসবের রঙে রঙিন।
স্থানীয় গৃহিণী সাহেরা বলেন, “আমরা কষ্টের ভাত খাই, কষ্টের পিঠা বানাই। এই পিঠাই আমাদের না বলা কথার মিষ্টি প্রতিবাদ।
স্থানীয় যুবক নয়ন হোসেন বলেন, “রাস্তাটা যদি ঠিক না হয়, তাহলে হয়তো পরের বছর আরও বড় মাঠ পাবো ধান রোপণের জন্য।
উৎসবের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। অনেকেই বলেন, যেখানে রাস্তা হয় না, সেখানে জনগণই সৃজনশীলতা দিয়ে সমস্যাকে উৎসবে রূপ দেয়।”
এলাকাবাসীর প্রত্যাশাএই ব্যতিক্রমী প্রতিবাদের বার্তা এবার প্রশাসনের নজরে পৌঁছাবে, আর বহু প্রতীক্ষার সড়কটি দ্রুতই পাবে প্রয়োজনীয় সংস্কার।