1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

উপজেলা প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
13

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর প্রতিনিধি 

দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলন মেলা। শুক্রবার (১৬ জানুয়ারি ) দিনব্যাপী এ আয়োজনে সদস্য ও তাঁদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে।
মিলন মেলায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুঃ আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ , সহ-সভাপতি মুঃ শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আল মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনিসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ইয়াহিয়া খান রুবেল, সারওয়ার জাহান সুমন , নুরুজ্জামান, দেলোয়ার হোসেন রনি, ইমরান আলী, ইমরান আলী বাবু ও আজিজুর রহমান আজিজ। সদস্যদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলাটি রূপ নেয় এক অনাবিল পারিবারিক উৎসবে।
আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে। সাংবাদিক সন্তানদের প্রতিযোগিতা মূলক খেলাধুলা, দম্পতিদের মিউজিক্যাল পিলো, সাংবাদিকদের ঝুড়িতে বল নিক্ষেপ আয়োজন ছিল অনবদ্য। যা পারিবারিক মিলন মেলার অন্যতম আকর্ষণ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের পারিবারিক মিলন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সফল এই আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর হয়েছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন। সংক্ষিপ্ত আলোচনায় শেষে লাকী কূপনের ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট