1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ভোলাহাটে ভার্কের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ ও পুরস্কার বিতরণ

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
31

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভার্কের সমৃদ্ধি কর্মসূচী-এর আয়োজনে দু’পর্যায়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ‘তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনার-২০২৫ এবং ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ভার্কের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা ২টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ এবং তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিজিয়া বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন স্তরের খেলাধুলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বক্তারা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে উদ্দীপ্ত ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপস্থিত অভিভাবক, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরাও অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ার পারভেজ আদিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট