1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

★ বদলগাছীতে ২কেজি.৫শ গ্রাম গাঁজাসহ র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার !

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
24

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী উপজেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খোজাগাড়ী এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে ২কেজি.৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত দুইজন হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামের ফরহাদ হোসেন ওরফে ফরিদ অপরজন আব্দুর রহিম ওরফে পল্টন। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে তাদের ওপর নজরদারি চালানো হয়। পরে নিশ্চিত তথ্য পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে এসময় ২কেজি৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্যের মালিকানা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। মাদক কারবারে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা রুজু করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট