1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
26

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

আজ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। কলেজ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেনসহ শিক্ষকবৃন্দ।

এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছে কলেজের ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান এবং ক্রীড়া কমিটির সদস্য রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুব আলী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহিম হোসেন।
টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় প্রাণিবিদ্যা বিভাগ ডিগ্রি পাস দলকে ২-০ গোলে পরাজিত করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট