
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মোঃ শাহ কবির
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসেন।
তিনি ভোলাহাটে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শামীম হোসেন।
মতবিনিময় কালে তিনি বলেন,“সাবেক ইউএনও মোঃ মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাটে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর রেখে যাওয়া উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, বৃহত্তর বিলভাতিয়া এলাকা ও মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভেজাল শিশুখাদ্য প্রতিরোধসহ সকল জনস্বার্থমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির,