1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ভোলাহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
19

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় ভোলাহাট থানা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে।

এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ভোলাহাট প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধা সংসদ ভোলাহাট কমান্ডের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহান শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল শহীদ মুক্তিযোদ্ধা কামালউদ্দিন হেনার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন।

সকাল ৯টায় ভোলাহাট থানা পুলিশের একটি দলের কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, উন্মুক্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলাহাট উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট