1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা,
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
20

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই জাতীয় সনদের ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ জনগণকে হতাশ করেছে। জাতির আশা আকাঙ্খাকে পাশ কাটিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি দলের ঘোষিত কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ নভেম্বর জুমাবার বাদ বাদ জুমা গাউছিয়া মার্কেটে চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ -১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, মুজিবুর রহমান মিয়াজী প্রমূখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার আরো বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আশা আকাঙ্খা ছিলো যে চেতনা এবং প্রেরণা নিয়ে ছাত্র যুবক জনতা জীবন দিয়েছে সেই আকাঙ্খা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করবে, কিন্তু গতকাল প্রধান উপদেষ্টার ভাষণ এবং জারিকৃত প্রজ্ঞাপন জনগণের আশা আকাঙ্খার বুকে ছুরিকাঘাত করেছে।

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামীতে যাতে কেউ বিনা ভোটে এমপি হতে না পারে, ডামির নির্বাচন করতে না পারে, দিনের ভোট রাতে করতে না পারে এ জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট