
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয়ের ৫৪তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে । দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে আয়োজিত নানা কর্মসূচীর সূচনা করা হয়।
দিবসটি উদযাপনে চাঁপাইনবাবগঞ্জ জেলা (নতুন) স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো: শাহদাত হোসেন মাসুদ। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া, কুচকাওয়াজ প্রদর্শণ এবং মহান মুক্তিযুদ্ধের নানাবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় স্টেডিয়ামে পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, স্কুল-কলেজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শণ ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শাহদাত হোসেন মাসুদ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ তুলে ধরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্তরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ করা হয়। সেই সাথে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
এদিকে দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদাণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, গান, গজল ও হাম-নাথ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।