
ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ।
বুধবার (২৪ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
যিশুখ্রিষ্টের আদর্শ ছিল ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি। তাঁর এই শিক্ষা সমাজ থেকে অবিচার, শোষণ ও হিংসা দূর করতে আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে।
ইঞ্জিনিয়ার মাসুদ আরও বলেন, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট অঞ্চলের খ্রিষ্টান সম্প্রদায় এই জনপদের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, বড়দিনের এই আনন্দ সবার জীবনে নতুন বার্তা বয়ে আনবে।
শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন, নিরাপদ ও স্মার্ট জনপদ গড়ে তুলি, যেখানে দিনশেষে প্রতিটি মানুষ তার প্রাপ্য সকল অধিকার সঠিকভাবে পাবে এবং শান্তিতে ঘুমাতে পারবে।”
সবশেষে তিনি বড়দিনের পবিত্রতায় সবার জীবন আনন্দময় হয়ে উঠুক—এই প্রার্থনা করেন।