1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নাচোলে স্টারিং গাড়ি ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

নাচোল প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
22

নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল- রহনপুর পাকা সড়কে ভুটভুটি (স্টারিং) গাড়ির ধাক্কায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ডিসেম্বর) আনুমানিক বেলা শুয়া ১১ টার সময় নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর -আনুখা দিঘী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালইর গ্রামের হাসান আলীর ৭ বছরের মেয়ে মরিয়ম খাতুন নামে তার মায়ের সঙ্গে অটো গাড়িতে রহনপুরের দিকে যাচ্ছিলেন এ সময় রহনপুর গামী একটি খড় বোঝাই ভুটভুটি স্টারিং গাড়ি পামচার হয় এই অবস্থায় অটো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর যখমপ্রাপ্ত হয় অটোতে থাকা কয়েকজন। পরে আহতদের স্থানীয় লোকজন দ্রুত গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক সাত বছরের মরিয়মকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নাচোল থানার তদন্তকারী অফিসার এস আই জিয়াউর রহমান জিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুতঘটন স্থল পরিদর্শন করেছি। খড় বোঝাই পরিত্যক্ত অবস্থায় স্টারিং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে ড্রাইভার পালাতক রয়েছেন কিন্তু আইন প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট