1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সাংবাদিকের কলমের জবাবে লোহার পাইপ: রূপগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম, মামলা ও গ্রেপ্তার ১

মোঃ মাইনুল ইসলাম (মাহিন) রূপগঞ্জ থানা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
22

 

মোঃ মাইনুল ইসলাম (মাহিন) রূপগঞ্জ থানা প্রতিনিধি।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধরের শিকার হয়ে আহত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসাতে পারবেন) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহত সাংবাদিক রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আফজাল হোসেন দক্ষিণবাগ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, তিনি ও তার সহকর্মীরা স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলেন। এর জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘটনার দিন সকালে তিনি সহকর্মী সাংবাদিক নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে দক্ষিণবাগ এলাকায় নিজস্ব জমি পরিদর্শনে গেলে আফজাল হোসেনসহ জাকির হোসেন, জয়নাল, সুখেন এবং অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে দুই সাংবাদিক গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট