1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

“বদলগাছীতে নেচে-গেয়ে আনন্দঘন মূহর্তের মধ্য দিয়ে দেবী কালীকে বিদায়”

বুলবুল আহমেদ বুলু বদলগাছী ,নওগাঁ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
22

বুলবুল আহমেদ বুলু বদলগাছী ,নওগাঁ 

নওগাঁর বদলগাছীতে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে কালীপূজা।এ উপলক্ষে জমকালো আয়োজনে দেবী কালীকে বিদায় জানালো ভক্তরা ।এসময় নেচে-গেয়ে, ঢাক-ঢোল আর কণ্ঠমধুর গান-বাদ্যে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা। প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে দেবী কালীকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা ।

বুধবার রাত ৯টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় কালীপূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা কে বিদায় জানান স্থানীয় সনাতনী ধর্মের অনুসারীরা। বিসর্জন উপলক্ষে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর বাজার কালী মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। এসময় তরুণ-তরুণীদের অংশগ্রহণে নাচ, গান ও ঢোলের তালে তালে মুখর হয়ে ওঠে বাজার মন্ডপ প্রাঙ্গণ সহ পুরো আশে-পাশের এলাকা।

স্থানীয় ভক্তরা জানান, “এটা শুধু পূজা নয়, এটা সনাতনীদের সংস্কৃতির অংশ। এই উৎসব আনন্দ দেয়,তেমনি আবার কষ্টও হয় মা-কে বিদায় দিতে এমনটাই জানান ভক্তঅনুরাগীরা ।”
উৎসব কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল সন্তোষজনক এমনটাই জানান আয়োজক ও স্থানীয়রা ।

দেবী কালীকে বিদায় জানিয়ে ভক্তরা আবারও অপেক্ষায় থাকবেন আগামী বছরের।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট