
পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক
শহীদ জিয়া স্মৃতি রাজশাহী মহানগর এর অন্তর্ভুক্ত
শাহমুখদম থানা কমিটির আহবায়ক হলেন মো: মমিনুর জামান টোকন।
গত (১১ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগর সদস্য সচিব মো: রফিকুল আলম মৃদুল,আহবায়ক আব্দুল সাত্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সংগঠনটির রাজশাহী মহানগর কমিটির সকলের সিদ্ধান্তে আহবায়ক করে মো: মমিনুর জামান টোকনকে আহবায়ক হিসেবে মনোনীত করে তার হাতে কমিটির কপি তুলে দেন মহানগর নেতৃবৃন্দ।
জানা যায়,শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার কমিটিতে স্থান পাওয়া মো : মমিনুর জামান টোকন নগরীর ১৭ নং ওয়ার্ডের নওদাপাড়া বাসিন্দা।
তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি সংগঠনের সাথে থেকে স্বচ্ছতার সাথে কাজ করে আসছেন।
মমিনুর জামান টোকন বলেন,আমাকে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার আহবায়ক নির্বাচিত করায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমার উপর নতুন করে এই অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে আমার সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।