1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ

শিবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি 

আমি সাংবাদিক মোঃ রিপন আলী, গত ১০ অক্টোবর ফেসবুক পেজ ও কিছু ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত সংবাদ আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে, যা তথ্যসম্ভ্রমের সামিল।

আমি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি এবং বর্তমানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।

প্রকৃত ঘটনা হলো — লহলামারী গ্রামে “আম সমিতি”র নামে কিছু ব্যক্তি কথিত বিচার কার্যক্রমের আড়ালে চাঁদাবাজি ও অনিয়ম চালিয়ে আসছে। আমি সেই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে প্রতিবাদ জানাই এবং সত্য প্রকাশ করি। এরই জেরে একদল কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতাসহ নানা মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে আমার সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

এছাড়াও, ওই মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধন সংগঠিত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি উক্ত সব সংবাদ ও মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ না করার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট