নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা, কিংবদন্তী রাণী
ইলামিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত।
গতকাল সোমবার এ উপলক্ষে নাচোল ইলামিত্র স্মৃতি সংসদ, রাওতাড়া ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে কাঙগালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রাওতাড়া ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে সকাল ১০ টায় উপস্থিতি, ১টায় কাঙগালী ভোজ ও বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় সভাপতিত্ব করেন, রানী ইলামিত্র স্মৃতি সংসদ সভাপতি বিধান সিং।
প্রধান অতিথি ছিলেন, নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তোহিদ, ভেষজ চিকিৎসক, শ্রী আমিন কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী, ও স্থানীয়রা।