1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার ঐতিহাসিক বিজয়:  কোরআন প্রতিযোগিতায় তিন বিভাগে তিনটি প্রথম স্থান অর্জন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
13

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫ – নারায়ণগঞ্জ জেলার শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসা আবারো এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এর নারায়ণগঞ্জ জেলা জোন-২ পর্বে, বন্দর উপজেলার বিভিন্ন মাদ্রাসা অংশগ্রহণ করে। এতে দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার তিনজন ছাত্র তিনটি ভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করে মাদ্রাসার গৌরব বহুগুণে বৃদ্ধি করেছে।

প্রতিযোগিতায় মোট পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ পারা গ্রুপে ২৭ জন, ২০ পারা গ্রুপে প্রায় ৪০ জন, ১০ পারা গ্রুপে ৯০ জন এবং ৫ পারা গ্রুপে প্রায় ১৪৪ জন প্রতিযোগী ছিল।

১০ পারা বিভাগে মোঃ তামিম (পিতা: মোঃ আনোয়ার হোসেন), ২০ পারা বিভাগে মোঃ আশরাফ আলী (পিতা: মাওলানা মাহবুবুর রহমান) এবং ৩০ পারা বিভাগে মোঃ আব্দুর রহমান (পিতা: মোঃ রফিকুল ইসলাম) নিজ নিজ বিভাগে প্রথম স্থান লাভ করে। বন্দর থানার নয়া মাটি দারুল উলুম কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার ছাত্রদের অসাধারণ পারফরম্যান্স এলাকার ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বর্তমানে এই মাদ্রাসাটি বন্দর উপজেলার শীর্ষস্থানীয় মাদ্রাসাগুলোর অন্যতম হিসেবে পরিগণিত হচ্ছে।

তিন ছাত্রের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বসিত হয়ে দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসা তাদের জন্য এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কোরআন প্রেমী ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকদের আবেগঘন বক্তব্য এবং ছাত্রদের প্রতিক্রিয়া গোটা পরিবেশকে কৃতজ্ঞতা ও আনন্দে ভরিয়ে তোলে।

দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার বিশেষত্ব হলো এর বহুমুখী শিক্ষাব্যবস্থা। এখানে রয়েছে আদর্শ নূরানী বিভাগ, হেফজুল কোরআন রিভিশন বিভাগ, মাদানী নেসাব কিতাব বিভাগ এবং মাহমুদিয়া আইডিয়াল ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল। এছাড়াও মাদানী নিসাব বিভাগের ছাত্রদের জন্য রয়েছে আলাদা পরীক্ষা প্রস্তুতি বিভাগ, যেখানে তারা সুপ্রসিদ্ধ আলিয়া মাদ্রাসার অধীনে জেনারেল লাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে।

শিক্ষাদান পদ্ধতিতে মাদ্রাসাটি দৃষ্টান্তমূলক। এখানে শীতলক্ষ্যা শিল্প গোষ্ঠীর তত্ত্বাবধানে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য সঙ্গীত চর্চা করানো হয়, যেখানে সংগীতের বিভিন্ন দিক সুগঠিত ও সুন্দরভাবে শেখানো হয়। এছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন কারী ওস্তাদদের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন মাজীদের তিলাওয়াতকে আরও সুললিত ও হৃদয়গ্রাহী করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রিন্সিপাল হাফেজ কারী মাহমুদুল হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, একই সঙ্গে তিনটি বিভাগের প্রথম স্থান অর্জন আমাদের অর্জন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কামনা করছি, এই নিয়ামত যেন দীর্ঘস্থায়ী হয়। আমাদের ছাত্র, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা কৃতজ্ঞ, যাদের দোয়া ও সহযোগিতায় আমরা কোরআনের খেদমতে আরও অগ্রসর হতে পারছি। আল্লাহ যেন কোরআনের আলো দিয়ে আমাদের সমাজকে আলোকিত করেন।”

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী হাফেজদের মাঝে কোরআন শেখার প্রতি ভালোবাসা ও আগ্রহ আরও দৃঢ় হয়। এই প্রতিযোগিতা তরুণদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ এবং নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাফল্য শুধু দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার নয়, বরং নারায়ণগঞ্জ জেলার ধর্মীয় শিক্ষার অঙ্গনে এটি একটি গর্বের মাইলফলক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট