1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোল উপজেলা পর্যায়ে যুব স্ট্রীট ডায়ালগ/পথ সংলাপ অনুষ্ঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
42

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ মুক্তমঞ্চে- তারুন্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে “উপজেলা পর্যায়ে যুব স্ট্রীট ডায়ালগ/পথ সংলাপ” আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসংগীত গম্ভীরা পরিবেশন করা হয়। নানা-নাতির হাস্যরসের মাধ্যমে বেকার সমস্যা দূর করিতে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে গম্ভীরা পরিবেশন হয়।
গম্ভীরা পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকা ভুক্ত জনপ্রিয় নানা-নাতি অভিনীত চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা দল ।
এসডিএফ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম সমিতি থেকে আগত যুব সদস্য, ক্লাস্টার টিম ও জেলা টিম অংশগ্রহন করে। উক্ত পথ সংলাপে একটি জন সংযোগ মূলক র্যালী, যুব অগ্রগতি নিয়ে প্রচারপত্র/লিফলেট বিতরন ও লোকাল বাজারের স্থানীয় মানুষদের মাঝে এসডিএফ এর যুব উন্নয়ন বিষয়ক কার্যক্রম এবং বেকার যুবদের কারিগরি প্রশিক্ষণ-র মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় RELI প্রকল্পের আওতায় ৯৩৭ জন বেকার যুব সদস্য প্রশিক্ষণ পেয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে ৭৫৩ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। যার মধ্যে আত্নকর্মসংস্থান ৩২৮জন, মজুরিভিত্তক কর্মসংস্থান ৩৫২জন এবং বৈদেশিক কর্মসংস্থান ৭৩ জন সর্বমোট ৭৫৩ যুবর কর্মসংস্থান হয়েছে।
এবং ৪৩জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ৭২হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পেয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট