1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ আব্দুস সামাদ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা, জেলা সিভিল সার্জনের কনসালটেন্ট ডা. সাইকী ওদুদ।

পরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট