1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে বদলগাছীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বদলগাছী উপজেলায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। শনিবার সকাল ১১ টার সময় বদলগাছী মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মো. মাহফুজুর রহমান, এমপি প্রার্থী (নওগাঁ-৪৮: বদলগাছী-মহাদেবপুর)। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে জয়ী হতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল ও যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী (বদলগাছী উপজেলা পরিষদ)। এছাড়াও মাওলানা মো. আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (বদলগাছী উপজেলা পরিষদ) এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান পদপ্রার্থী (বদলগাছী ইউনিয়ন পরিষদ) বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াসিন আলী।

বক্তারা সবাই একমত পোষণ করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নেতৃত্ব গঠনই সময়ের দাবি।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট