মো সানাউল ইসলাম সোহাগ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০ তারিখ শুক্রবার রাতে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অরুনবাড়িতে, অরুনবাড়ি কর্তৃক আয়োজন করা হয় এই টুর্নামেন্ট।
উক্ত ফাইনালে মহিপুর এলোমেলো ফুটবল দল এবং তিনবন এন্টারপ্রাইজ ফুটবল দল অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মের্সাস ঢাকা ইলেকট্রনিকস এন্ড সার্ভিসিং সেন্টার প্রোপাইটর মো: মাইনুল ইসলাম বাচ্চু, মহিপুর কলেজ মোড়, গাজু হাজী মার্কেট।
আরো উপস্থিত ছিলেন, মো: সাদিকুল ইসলামের পক্ষে ছিলেন মো গোলাম মাওলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরাতলা ইউনিয়ন শাখা, এসময় আরো উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম, ২ নং গোবরাতলা ইউপি সদস্য, আরো ছিলেন, মো: আলামিন, মো তরিকুল ইসলাম, উসমান গনি বাবু, শাহিন আক্তার, শফিকুল ইসলাম মিন্টুসহ আরো অন্যান্যরা।
উক্ত ফাইনাল খেলায় চাম্পিয়ন ট্রফি হিসেবে ছিলো, মিনিস্টার ফ্রিজ, এবং রার্নাস আপ ট্রফি ছিলো একটি আকর্ষণীয় ২৪ ইঞ্চি টিভি যেটি প্রদান করেন, মের্সাস ঢাকা ইলেকট্রনিকস এন্ড সার্ভিসিং সেন্টার, প্রো: মো: মাইনুল ইসলাম বাচ্চু।