
বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার উত্তর সাদিশপুর বাগে জান্নাত বে-সরকারী শিশু সদন ও এতিম খানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুস্তম আলী মেম্বার, মথুরাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন হোসেন, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম ,শহীদ হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে স্থানীয় নেতা কর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকারের আন্দোলনে খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছেন। তার শারীরিক সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।