1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

৬ দফা দাবিতে গোমস্তাপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

গোমস্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

গোমস্তাপুর প্রতিনিধি:

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৪০ জন স্বাস্থ্য সহকারি এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গোমস্তাপুর শাখার উদ্যোগে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মবিরতিতে গেছেন।  ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতিতে গোমস্তাপুর উপজেলা শাখার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি নিয়ামত উল্লাহ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম আজম ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আসমা খাতুন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট