জেলা নিয়মিত নওগাঁঃ
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগা জেলা গোয়েন্দা নিয়ম (ডিবি), অপরাধ বিচার আইন করে ৮কেজি গাঁজা সহ তিনজন নির্বাচন করেছে।
০৬ তারিখ ভোররাতে গোপন সংবাদের সংবাদ, ডিবি পুলিশ জানতে পারে একজন ব্যক্তি পঞ্চনগর এক্সপ্রেস তিনজন এলাকায় গাঁজা সদস্য করে শান্তাহার হয়ে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মো. অবস্থান করছে। এ তথ্যের আগে ভোর ৫টা ৩০ মিনিটে সামনে তিন পাল্টা নির্বাচন করা হয়।
পার্টি দেহ তল্লাশি কালে শরিফ মাই (২৫) ও একরামুল হোসেন রাসেল (৩০)- হাতে রাখা স্কুল ব্যাগ থেকে কচ টেপ দিয়ে মোদের চারটি পোটলায় মোট ৮ কেজা উদ্ধার করা হয়। এ সময় তাদের শরিফ যোগ করা হয় (৩০)-কেও বলা হয়। ভালোকৃত তিনজনই ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বিভিন্ন বাসিন্দা।
উদ্ধারকৃত গাঁজাসহ আসামিদের নওগাঁ সদর সদর হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সন্দেহাতীতভাবে নিয়ন্ত্রণ ব্যাবস্থা।
নওগাঁ জেলা পুলিশপ্রধান, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের সন্ত্রাসও আরও জোরদার করতে হবে।
তাং ৬-১-২৬
বুলবুল আহমেদ বুলু
নওগাঁ । ।