স্টাফ রিপোর্টার: মো: আব্দুল্লাহ(ডিসিবি টিভি ২৪)
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামে "দারুস সালাম নূরানী ও মহিলা হাফিজিয়া মাদ্রাসা ” কর্তৃক আয়োজিত ২য় বার্ষিক এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামা, মিডিয়া ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: আব্দুল লতিফ সাহেব ( চেয়ারম্যান ১৪ নং ধাইনগর ইউনিয়ন পরিষদ)
সভাপতিত্ব করেন: জনাব মো: আব্দুল কাইউম ( সফেদ ডাক্তার গুজোরঘাট)
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মো: মাহবুবুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ ক্বারী মাওলানা মো: আনজারুল ইসলাম (চককীর্তী)
এছাড়া বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বয়ান পেশ করেন— মহেশপুর দারুস সালাম নূরানী ও মহিলা হাফিজিয়া মাদ্রাসার ( প্রতিষ্ঠাতা পরিচালক) হাফেজ ক্বারী মাওলানা মো: আব্দুর রহমান খাঁন। এবং মাওলানা মো: হযরত আলী (সাবেক পেশ ইমাম, মহেশপুর শেখ পাড়া জামে মসজিদ)।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে ৩৭জন ছাত্র-ছাত্রীকে সবক প্রদান করা হয়, তাদেরকে কোরআন প্রদান করা হয়, এবং কিভাবে মৃত ব্যক্তির জানাযা আদায় করতে হয় তা সবার সামনে উপস্থাপন করা হয়।
উক্ত মাহফিলে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, হাফেজ ক্বারী মাওলানা মো. আব্দুর রহমান খাঁন, আব্দুর রহিম, বিসমিল্লাহ ডেকোরেটর, এবং ডিসিবি টিভি ২৪ সরাসরি সম্পচার করেন।
মাহফিলে বক্তারা ইসলামিক জীবন-ব্যবস্থা, নৈতিকতা, মানবিকতা, সামাজিক শৃঙ্খলা এবং কোরআন-হাদিসের চেতনায় ব্যক্তিগত ও সামাজিক সংস্কারের উপর গভীর বয়ান পেশ করেন। এবং উক্ত প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করার জন্য আহবান করেন।