মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ভোলাহাট উপজেলার ফতেপুর গ্রামের খাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোঃ বিকল সেন্টুর ছেলে মোঃ মিলন হোসেন (৪০)। তিনি শিবগঞ্জ উপজেলার ধুননিনগর গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোঃ মিলন হোসেন মোটরসাইকেলযোগে চলাচলকালে সড়কে কাদামাটি দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রলির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রলির চালককে আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করে। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।