
মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও অন্যান্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, চাঁনশিকারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী,পোল্লাডাংঙ্গা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ মাহবুব আলম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ—আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটুসহ অন্যান্য জনপ্রতিনিধি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানা, অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, মোঃ রহমত আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ অন্যান্য সুধীজনেরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ ও চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ মাদক ও অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।