নিজস্ব প্রতিবেদক
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী মহাদেবপুর উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়েত বায়তুলমাল সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম ফারুক। এবং আয়োজনের সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজীজ সুমন।
আয়োজনে প্রধান অতিথি বলেন, যুগে যুগে ইসলাম কে যারাই নিশ্চিহ্ন করতে চেয়েছে , তারাই পৃথিবীর ইতিহাসে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি আরো বলেন, ২৮ শে অক্টোবর ২০০৬ সালের অত্যাচারের বিপরীতে আমাদের প্রতিবাদ হবে এবং আমাদের প্রতিশোধ নেওয়া হবে আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করার মাধ্যমে।
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়৷