1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নাচোল ও গোমস্তাপুরে এম ফেরদৌস ইসলাম খোকনের পক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

মোঃসামিরুল ইসলাম :গোমস্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
22

মোঃসামিরুল ইসলাম :গোমস্তাপুর প্রতিনিধিঃ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জের , গোমস্তাপুর উপজেলায় ও বৃহস্পতিবার নাচোল উপজেলার পুজা মন্ডপ,পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নিয়েছেন তার নেতাকর্মীরা।

পরিদর্শন কালে তারা পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও চাঁপাইনবাবগঞ্জ – ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকনের পক্ষ থেকে আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি। এবং আর্থিক সহযোগিতা করছি সেই সাথে পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করছি। সেই সাথে তারা আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তারা।এ সময় বিভিন্ন পূজা মন্ডপের সদস্যগণ বলেন, এই মহৎ উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই। এ আর্থিক অনুদানে আমরা উপকৃত হবো।

পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সেরাজুল ইসলাম সিরাজ মাস্টার, নাচোল ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রাথী জাহাঙ্গীর আলম, রনি হাসান আলী, ওয়াদূদ আহমেদ, শামীম রেজা প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট