নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।
বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য মাঠ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। উক্ত গায়েবানা জানাজায় ইমামতি করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল ইসলাম। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
৩১ ডিসেম্বর ২০২৫ ইং