ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নাচোলের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন - নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম, নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী,
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহুরুল ইসলাম জহির, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আজিজ, হাবিবুল্লাহ শিপন আরিফুল ইসলাম আরিফ ও সোহেল রানা।
উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের পরামর্শ অগ্রাধিকার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।