মোঃ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে 'আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা' অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসিক মিটিং এর রেজুলেশন পড়ে শুনান সভার সভাপতি মোঃ গোলাম রব্বানী সরদার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগন।
সভায় নাচোল পৌরসভার পানির সু-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নাচোল বাজারের যানজট নিরসন, দ্রব্যমূল্য মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য মনিটরিং, হাট ইজারাদারদের খাজনার তালিকা, মুদি দোকানের বিভিন্ন পণ্যের মূল্য তালিকা, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়, মাদক দ্রব্যের উপর। অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, নাচোলে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবেনা। এ বিষয়ে তিনি সকলের কাছে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে আগামী আইনশৃঙ্খলার মাসিক মিটিং যথাসময়ে অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।