বুলবুল আহম্মেদ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মাহফুজুর রহমান।
সোমবার সকালে প্রার্থী মাহফুজুর রহমান এবং দলীয় নেতাকর্মীরা মহাদেবপুর উপজেলা প্রশাসক ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় সময় উপস্থিত ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, বদলগাছী উপজেলার আমীর ইয়াসিন আরাফাত, মহাদেবপুর উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে মাওঃ মোঃ মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ যথাযথভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আশা করি, সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। নওগাঁ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।