1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে লিফলেট বিতরণ

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশীর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

এদিন তিনি শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ী, ইসরাইল মোড়, পৌরসভা এলাকা, ভাঙা ব্রিজ ও পাইলিং মোড়সহ বিভিন্ন বাজারে জনগণের হাতে লিফলেট তুলে দেন। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা শিবগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এই দফাগুলো পৌঁছে দেব। জনগণ যদি এগুলো বাস্তবায়নে আমাদের পাশে দাঁড়ায় তবে দেশে আবারও সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট