বুলবুল আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ০১-০১-২০২৬ তারিখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ গোপন সংবাদের ভিত্তিতে ধামইর হাট এলাকায় অভিযান করে রাত্র ০৯.০০ ঘটিকায় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় বিক্রয় কালে ধামইরহাট থানাধীন পূর্ব শিবপুর গ্রামস্থ্য আসামি ১। হাফিজুল ইসলাম (২১) পিতা রুবেল হোসেন
সাং পূর্ব বড় শিবপুর থানা ধামইরহাট জেলা নওগাঁ এর বাড়ির সামনে হতে আসামী ২ মতিউর (৬০) পিতা আ: মজিদ সাং ইদোনি থানা পাঁচবিবি জেলা জয়পুরহাটদের দেহ তল্লাশী করে আসামি হাফিজুলের হেফাজত হতে ২০০ পিচ ও আসামি মতিউরের হেফাজত হতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অপর একটা অভিযানে রাত্র ১০. ০০ ঘটিকায় নওগাঁ সদর থানাধীন উকিল পাড়াস্থ্য জনৈক আক্তারের ভাড়াটিয়া আসামি জাহাঙ্গীর (৩৮) পিতা সামসুল আলম সাং চকদেবপুর থানা জেলা নওগাঁ এর বসতবাড়ি তল্লাশি করা হয়। তল্লাশী কালে আসামি জাহাঙ্গীর আলমের হেফাজত হতে ৪০ পিচ এম্পল ইনজেকশন ( মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর এর সহযোগী আসামি ২। জুবায়ের (২৮) পিতা এস এম রেজোয়ান নবী @ বাবু আনসারী সাং পোস্ট অফিস পাড়া থানা জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। আসামি দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানা ও ধামইর হাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।