ফারুক হোসেন ডনের তথ্যচিত্রে বিস্তারিত :
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরে ৩য় ব্যাচে ২৫ নতুন উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোলায়মান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ সাজিদুল ইসলাম সহকারী মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ আরো উপস্থিত ছিলেন শিল্প নগরী কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রহিম এবং সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ আফরোজা খাতুন সহ অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী বৃন্দ।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এক দল শিক্ষিত তরুণ তরুণী ও যুবক উদ্যোক্তাদের নিয়ে "Don't Seek Job,Creat Job"স্লোগানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কোর্সের ক্লাস টি শুরু করেন।
পরিশেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য তুলে ধরে বলেন বিসিক থেকে যুব সমাজ শিল্প উদ্যোক্তার প্রশিক্ষণ গ্রহন করলে মাদক সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকবে। একজন সফল উদ্যোক্তা হয়ে জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষিত বেকার যুবক দের উদ্দেশ্য করে তিনি বলেন একাডেমিক সার্টিফিকেট এর পাশাপাশি শিল্প উদ্যোক্তার ট্রেনিং গ্রহণের মাধ্যমে আপনারা নিজের এবং একাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেশের আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।