1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাই-সাইকেল আরোহী নিহত

স্টাফ রির্পোটার: মো: আব্দুল্লাহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
33

স্টাফ রির্পোটার: মো: আব্দুল্লাহ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা ডিহি পাড়া গ্রামের এক বাইসাইকেল আরোহী যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন বেহুলা গ্রামের মৃত হজরত আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৬০)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে গোবরাতলা প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার বাইসাইকেলের উপর সরাসরি ধাক্কা দেয়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, গোবরাতলায় বাস এক্সিডেন্টে একজন নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট