1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কোরআনের আলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মো: আব্দুল্লাহ 
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 26;
35

মো: আব্দুল্লাহ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা ৬ নং ওয়ার্ডে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ক্বেরাত, ইসলামী সংগীত, আযান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান।

২৭ ডিসেম্বর (শনিবার) সকাল থেকেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠান দেখার জন্য ছুটে আসেন দুরদুরান্ত থেকে ছোট বড় সকলে।

উক্ত প্রতিযোগিতায় ৮টি প্রতিষ্ঠান থেকে ৩০০ শির্ক্ষাথী অংশগ্রহণ করেন কোরআনের আলো সাংস্কৃতিক অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রবিউল ইসলাম (টিপু) চেয়ারম্যান ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন, আলহাজ্ব মো: আনারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: উসমান গনি (বাবু), ইউপি সদস্য ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ, মাও: মো: ওমর ফারুক পেশ ইমাম মহিপুর মোড় জামে মসজিদ, মাও: মো: ফিরোজ কবির, মাও: তোহরুল ইসলাম, মাও: কবির আহমেদ সহ আরো অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাও: মো: আব্দুল মজিদ ইমাম ও খতিব চামাগ্রাম মন্ডলপাড়া জামে মসজিদ, হাফেজ মাও: মো: হেদায়েতুল্লাহ ইমাম ও খতিব পুলিশ লাইন জামে মসজিদ, এবং মো: মুখতার আলী পেশ ইমাম জেলা মডেল মসজিদ, মু: মাহবুব আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীতশিল্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি রবিউল ইসলাম (টিপু) বলেন,আমাদের জীবন যদি ইসলামের আলো দিয়ে গড়ি তাহলে আমাদের জীবন আরো সুন্দর ও আলোকিত হবে, এবং আমরা এই দুনিয়ায় থাকবো কতদিন কিন্তু মৃত্যুর পর কোটি কোটি বছর আমাদের কবরে থাকতে হবে।

পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট