1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
15

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শকের ঢল নামে। প্রতিযোগিতায় দুই উপজেলার ৩টি নৌকা অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেল ৩ টা থেকেই চৌড়ালা ইসলামপুর ঘাট মহানন্দা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে নদীর দু’পাড়ে পাড়ে মানুষ জড়ো হতে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মানুষের আগমন ঘটে। এদিন প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে নৌকাবাইচ প্রতিযোগিতা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোস্তাপুর,ভোলাহাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, আহসানুল হক হলের সাবেক ভিপি (বুয়েট) ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।

 

নৌকা বাইচ দেখতে আসা নাইম ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পর মহানন্দা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে।

ধাইনগর ইউনিয়ন থেকে নৌকা বাইচ দেখতে যাওয়া আল মামুন বলেন, আমরা বর্তমানে ফেসবুক, ইন্টারনেট ভিত্তিক বিনোদনে আসক্ত হয়ে পড়েছি। বহুদিন পর নৌকা বাইচ দেখতে গিয়ে সুন্দর একটি বিকেল অতিবাহিত করেছি। আমাদের মতো হাজার হাজার মানুষ নির্মল আনন্দ উপভোগ করেছে। বর্ষাকালে নড়াইল নদী ও বিলে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন করার দাবি জানান।

 

ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ আকাশ সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছে। তরুণ সমাজ মোবাইলে ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সময় নষ্ট করছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা ফিরিয়ে আনতে আমরা প্রতিনিয়ত ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট