সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেজি ও কিন্টার গার্ডেন স্কুলের পাঠ দানের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ অক্টোবর) সকালে উপজেলার রিসোট সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের যে আনন্দঘন পরিবেশে পাঠদান করানো হয় ঠিক একই পদ্ধতিতে যেন উপজেলার সকল কেজি ও কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠদান করা হয়। দেশের প্রাথমিক শিক্ষার অগ্রসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। সরকারী সিদ্ধান্ত মোতাবেক উপজেলা সকল কেজি ও কিন্টার গার্ডেন স্কুলের নিবন্ধন সঠিকভাবে করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই সকল কেজি ও কিন্ডারগার্ডেন স্কুলেও বিনামূল্যে সরকারি পাঠ্যবই দেয়া হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম ওলিউল ইসলাম, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, রহনপুর জ্ঞানচক্র একাডেমীর সারওয়ার হাবিব সহ উপজেলার বিভিন্ন কেজি ও কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষকগণ।