সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ
"সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ" প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বিশ্বব্যাপী দুর্যোগে ঝুঁকি রোধে সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবেলায় প্রস্তুতি জোরদারের লক্ষে ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও গোমস্তাপুর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যদের অংশগ্রহণ দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কিত মহড়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।