ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা উপলক্ষে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে (টিটিসি) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মোড় পর্যন্ত এ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামিম, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার রেজোয়ান মন্ডল, উপজেলা উপ -সহকারী প্রকৌশলী (এলজিডি) অফিসার রিপন আলী সরকার, ১নং ধুরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ সহ মোহনপুর উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দু।
এ সময় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।