1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

আলিনগর নূরজাহান প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ ৫ম শ্রেণীর বিদায়ী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
23

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর নূরজাহান প্রি-ক্যাডেট স্কুলে বেলা ১১ টায বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক জাঁকজমকপূর্ণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী, বিদায় ও অভিভাবক সমাবেশ/২৫ সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ৪৪”চাঁপাইনবাবগঞ্জ -২ বিএনপির অন্যতম জনবান্ধব নেতা (নাচোল গোমস্তাপুর ভোলাহাট) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী
ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ সাবেক ভিপি (বুয়েট) আহসানুল্লাউহ হল । সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান,। এছাড়াও দাতা সদস্য মাসুদা রহমান এবং আলহাজ্ব বদরুদৌজা মিয়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ​স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহানাজ ইসলাম ডিনা প্রতিষ্ঠানের অতীত সাফল্যের ধারা এবং শিক্ষাকার্যক্রমের উপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষা ভবনের টিনের চাল ফুটো হয়ে যাওয়া সহ বর্তমান সার্বিক অবকাঠামোগত সমস্যার বিস্তারিত আলোচনা করেন। ​প্রধান শিক্ষিকা অভিভাবকবৃন্দকে উদ্দেশ্য করে সতর্কতামূলক ও দিক নির্দেশনা বক্তব্য দেন, যেখানে শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়ন এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির ওপর জোর দেওয়া হয়। ​আলোচনা পর্ব শেষে, বিদায়ী শিক্ষক এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় জানানো হয়। এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতী মেধাবী ও বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। ​পুরস্কার বিতরণীর মাধ্যমে শিক্ষার্থীদের কৃতিত্বকে সম্মানিত করা হয়, যা তাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে। এই সমাবেশ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে, যা প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে আরও সহায়ক হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট